গ্রাম-দক্ষিণকুল, ইউপি-বালিজুরী, ডাক+উপজেলা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জ। বিদ্যালয়টি দোতলা ভবন বিশিষ্ট , উত্তর দক্ষিণে লম্বা এবং পশ্চিম মুখি। এতে ৫টি শেওণী কক্ষ এবং ১টি অফিস কক্ষ আছে। অফিস সংলগ্ন শিক্ষক/শিক্ষিকাদের ব্যবহারের জন্য দোতলা বারিন্দা গ্রীলঘেরা ।
১৯৩৯ সালে বিদ্যালয়টি স্থানীয় জনগণ ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গদের প্রচেষ্টায় প্রতিষ্টিত হয় এবং তাদের আর্থীক সহযোগীতায় বিদ্যালয়টি পরিচালিত হয়।
প্রথম শ্রেণী ছাত্র/ছাত্রী মোট=৭৯ জন।
দ্বিতীয় শ্রেণী ছাত্র/ছাত্রী মোট=৬৪ জন।
তৃতীয় শ্রেণী ছাত্র/ছাত্রী মোট=৭১ জন।
চতুর্থ শ্রেণী ছাত্র/ছাত্রী মোট=৫৮ জন।
পঞ্চম শ্রেণী ছাত্র/ছাত্রী মোট= ৫৪ জন।
১২ সদস্য বিশিষ্ট নিয়মিত পরিচালনা কমিটি
১. ফখর উদ্দিন ( সভাপতি )
২. সূভাস মিয়া ( সহ: সভাপতি)
৩. মুর্শদা বেগ ( প্রধান শিক্ষক )
৪. আ: ছাত্তার ( সদস্য )
৫. আশরাফূর আলম ( সদস্য )
৬. আনার কলি ( সদস্য )
৭. রোকেয়া বেগম ( সদস্য )
৮. আতাফুর নাহার ( সদস্য )
৯ সিরাজ মিয়া ( সদস্য )
১০ . ইকবার মিয়া ( সদস্য )
১১. বাবুর মিয়া ( ইউপি সদস্য )
১২. নিখিল চন্দ্র তাং
২০০৯ সালে= ২৫%
২০১০ সালে= ৭৯%
২০১১ সালে= ৯৩%
২০১২ সালে= ৬২%
২০১৩ সালে= ৯০%
উপবৃত্তি
১০০% ভর্তী ১) ঝরো পরা রোধ, (২) স্টুডেন্ট বিগ্রেড,(৩) বাল্য বিবাহ রোধ।
দক্ষিণকুল গ্রামের শিক্ষায় পিছনে পড়া শিক্ষার্থীদেরকে যুগপোযোগী শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক তৈরী করা ।
০১৭১৪-৭২৮৭১৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস