Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

**বালিজুরী ইনিয়নে মোট ০২টি নদী,৩টি খাল ও ০২টি ডালা রয়েছে।  

 নদীঃ-বালিজুরী ইউনিয়নের ফাজিলপুর ও দক্ষিণকুল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি

     হচ্ছে বৌলাই নদী।পক্ষান্তরে বালিজুরী ও আনোয়ারপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া

     নদীটি হচ্ছে রক্তি নদী। নদীর আশে পাশের অত্র গ্রামের লোকজন তাদের জীবিকা

     অর্জনের জন্য মাছ ও বালুপাথর বিক্রি করে অর্থ উপার্জন করে।

 খালঃ-

            ১. পিরিজপুর খাল,

            ২.  মাহতাবপুর খাল,

            ৩. পুরানবারুংকা খাল ।

 ডালাঃ-

            ১. হোসেনপুর ডালা,

            ২. ফাজিলপুর ডালা।