বিগত ২৫/৫/২০১৪ খ্রি: তারিখ মাসিক সভায় নিম্ন বর্নিত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়ঃ-
১. নিরাপদ পানির উৎস নির্মাণে অত্র ইউপির ০৯ টি ওয়ার্ড এর মধ্যে সর্বমোট ১৩ টি গভীর নলকূপ স্থাপনে সুবিধাভোগীর তালিকা নির্বাচন করা হয়। যাহার অংশীধারিত্ব অনুদান ( ডাসকো+ইউপি+সুবিধাভোগী ) অর্থায়নে বাস্তবায়িত হবে।
২. ৫৮ টি স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপনের সুবিধাভোগীর তালিকা নির্বাচন করা হয়। যাহার অংশীধারিত্ব অনুদান ( ডাসকো+ইউপি+সুবিধাভোগী ) অর্থায়নে বাস্তবায়িত হবে।
৩. ইউপির বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা,প্রধান কমিটির সুপারিশ মালা অনুযায়ী নতুন৪৩,জন,প্রতিস্থাপিত ২৬ জন বয়স্ক ভাতার সুবিধাভোগী এবং নতুন ১৬ জন, প্রতিস্থাপিত ২জন বিধবা ভাতার সুবিধাভোগী ও নতুন ৫ জন প্রতিস্থাপিত ১ জন প্রতিবন্ধি ভাতার সুবিধাভোগীর তালিকা নির্বাচন করা হয়।
৪.বিভাগীয় কার্যক্রম আলোচনায় ইউপির রাজস্ব বৃদ্ধির জন্য স্থায়ী কমিটির সভাপতি জনাব মো: আলী নেওয়াজ ইউপি সদস্য ওয়ার্ড নং ০৫, এর প্রস্থাবিত কৌশল অনুযায়ী আগামী সনের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়খাতের প্রস্থাব অনুমোদন করা হয়।
৫.স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ইউপির কমিউনিট ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে বিনা মূল্যে ঔষধ সরবরাহের ব্যবস্থাসহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত সরকারী কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানে ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে আলোচনা ক্রমে ইউপি চেয়ারম্যান ব্যাবস্থা গ্রহন করিবেন।
৬. এলজিএসপি-২ প্রকল্প (বিবিজি), পিবিজি ,ইউপিজি বরাদ্দের মাধ্যমে স্কিম নির্বাচন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস