গ্রাম-পিরিজপুর,ইউপি-বালিজুরী,ডাক-বাদাঘাট,উপজেলা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জ।
বিদ্যালয়টি তাহিরপুর উপজেলার উত্তর সীমান্তে যাদুকাটা নদীর শাখা বৌলাই নদীর উত্তর তীরে অবস্থিত।
বিদ্যালয়টি এক তলা পাঁকা ভবন, এতে ৪ টি কক্ষ আছে,মোঠ ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৫৩ জন। অনুমোদিত পদ সংখ্যা ০৫ জন। কর্মরত ০৪ জন । বিদ্যালয়টি উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
তাহিরপুর উপজেলার মরহুম হাজী রমিজ উদ্দিন সাহেবের উদ্যোগে বিগত ১৯৯০ খ্রি: সনে পিরিজপুর গ্রামের নামানুসারে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। ১৯৯৪ সালে রেজিষ্টার বিদ্যালয় হিসাবে পরিনিত হয় এবং ২০১৩ সালের ১লা জানুয়ারী তারিখে বিদ্যালয়টি সরকারী করন করা হয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট ছাত্র/ছাত্রী |
প্রথম | ১৮ | ২২ | ৪০ জন |
দ্বিতীয় | ২০ | ১৫ | ৩৫ জন |
তৃতীয় | ১৫ | ১৪ | ২৯ জন |
চতুর্থ | ১৬ | ১৪ | ৩০ জন |
পঞ্চম | ৭ | ১২ | ১৩ জন |
মোট ছাত্র/ছাত্রী= ১৫৩ জন |
১১ সদস্য বিশিষ্ট নিয়মিত পরিচালনা কমিটি
১. লোকমান মিয়া ( সভাপতি )
২. বিজন কুমার সরকার ( প্র: শিক্ষক )
৩. পারুর বেগম ( সদস্য )
৪. তাজ উদ্দিন ( সদস্য )
৫. মনজু মিয়া ( সদস্য )
৬. বুরহান উদ্দিন ( সদস্য )
৭. শাহালম ( সদস্য )
৮. মাকমুদা ( সদস্য )
৯. হামিদা বেগম ( সদস্য )
১০. আব্দুল করিম (ইউপি সদস্য )
১১. আবুল কাসেম ( সদস্য )
১২ . বশির উদ্দিন ( সদস্য )
সাল | হার |
২০০৯ | ৬০% |
২০১০ | ৬৩% |
২০১১ | ৩৩.৩৩% |
২০১২ | ৮৬% |
২০১৩ | ১০০% |
উপবৃত্তি মোট= ৬৮ জন ছাত্র/ছাত্রী্।
(১) ঝরে পরা রোধ (২)ষ্টুডেন্ট বিগ্রেড, (৩) বাল্যবিবাহ রোধ।
পিরিজপুর গ্রামের শিক্ষায় ফিছনে পড়া শিক্ষার্থীদেরকে যুগপোযোগী শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক তৈরী করা ।
এবং আরো ১টি ভবন স্থাপন করা প্রয়োজন।
০১৭২৮-২০৪৩৮৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস