গ্রাম-আনোয়ারপুর,ইউপি-বালিজুরী,ডাক+উপজেলা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জ। বিদ্যালয়টি আনোয়ারপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত । ইহা বড় রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত । বিদ্যারয়ে ২ টি ভবন আছে। ১টি ভবন পূর্ব মুখি এবং অন্যটি উত্তর মুখি। ইহা গ্রামের মসজিদের পাশে অবস্থিত।
অতি প্রাচিন প্রতিষ্টান বলে বিদ্যালয়ের ইতিহাস তেমন কিছু জানা নেই ।
১ম শ্রেণী ছাত্র/ছাত্রী= ১১০ জন।
২য় শ্রেণী ছাত্র/ছাত্রী= ১০৯ জন।
৩য় শ্রেণী ছাত্র/ছাত্রী= ৯৮ জন।
৪র্থ শ্রেণী ছাত্র/ছাত্রী= ১০৭ জন।
৫ম শ্রেণী ছাত্র/ছাত্রী= ৬০জন।
১১ সদস্য বিশিষ্ট নিয়মিত পরিচালনা কমিটি
১. আমিরুর ইসলাম ( সভাপতি)
২. হাবিবুর রহমান (সহ: সভাপতি)
৩. প্রদীপ রঞ্জন ( সদস্য )
৪. জবা রানী ( সহ: সদস্য )
৫. হাজী ফজলুর রহমান ( সদস্য )
৬. ইসমাইল হোসেন (ইউপি সদস্য )
৭. সোনালী তাং ( সদস্য )
৮. আলমগীর মিয়া ( সদস্য )
৯. মেহেরজান ( সদস্য )
১০. সেরিনা বেগম ( সদস্য )
১১. শাহিন মিয়া (সদস্য )
২০০৯ সালে= ৮৭%
২০১০ সালে= ৯৫%
২০১১ সালে= ৯১%
২০১২ সালে= ৯৩%
২০১৩ সালে= ৯৯%
সাল | ছেলে | মেয়ে | মোট |
২০০৭ | ০১ | ০১ | ০২ |
২০০৮ | ০১ | ০১ | ০২ |
২০০৯ | ০২ | ০১ | ০৩ |
২০১০ | ০১ | ০২ | ০৩ |
২০১১ | ০১ | - | ০১ |
২০১২ | ০২ | - | ০২ |
২০১৩ | - | ০১ | ০১ |
(১) ঝরে পরা রোধ (২)ষ্টুডেন্ট বিগ্রেড, (৩) বাল্যবিবাহ রোধ।
আনোয়ারপুর গ্রামের শিক্ষায় পিছনে পড়া শিক্ষার্থীদেরকে যুগপোযোগী শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক তৈরী করা ।
০১৭১৮-৬৩০৯০৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস