গ্রাম-নয়াহাট,ইউপি-বালিজুরী,উপজেলা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জ। আনোয়ারপুর ও দক্ষিণকুল সড়কের পুর্বকাশে বিদ্যালয়টি অবস্থিত।
১৯৯০ সালে স্থানীয় জনগনের সহায়তায় নয়াহাট বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। ১৯৯৬ সালে বিদ্যালয়টি রেজি: প্রাপ্ত হয়। ২০১৩ সালে ১লা জানুয়ারী হইতে বিদ্যালয়টি জাতীয় করণের আওতায় আনা হয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট ছাত্র/ছাত্রী |
প্রথম | ১৩ | ৬ | ১৯ জন |
দ্বিতীয় | ১২ | ১৮ | ৩০ জন |
তৃতীয় | ১০ | ১৫ | ২৫ জন |
চতুর্থ | ১০ | ৬ | ১৬ জন |
পঞ্চম | ৭ | ৬ | ১৩ জন |
মোট ছাত্র/ছাত্রী= ১০৩ জন |
১২ সদস্য বিশিষ্ট নিয়মিত পরিচারনা কমিটি ।
১. প্রসন্ন তালুকদার ( সভাপতি )
২. অনিল চন্দ ( সহ: সভাপতি )
৩. ফয়ছল ইসলাম ( প্র: শি: )
৪. মনোরঞ্জন ( সদস্য )
৫. বকুল মিয়া ( সদস্য )
৬. সবিতা রানী ( সদস্য )
৭. শিখা রানী তাং ( সদস্য )
৮. লুৎফুর নেছা ( সদস্য )
৯. নিশা রানী তাং ( সদস্য )
১০. বানী রানী তাং ( সদস্য )
১১. রতন কুমার ( সদস্য )
১২. প্রনতী রানী রায় ( সদস্য )
সাল | হার |
২০০৯ | ১০০% |
২০১০ | ৮৬% |
২০১১ | ৬১% |
২০১২ | ১০০% |
২০১৩ | ১০০% |
উপবৃত্তি মোট= ৭১ জন
(১) ঝরে পরা রোধ (২)ষ্টুডেন্ট বিগ্রেড, (৩) বাল্যবিবাহ রোধ।
নয়াহাট গ্রামের শিক্ষায় ফিছনে পড়া শিক্ষার্থীদেরকে যুগপোযোগী শিক্ষাদানের মাধ্যমে সুনাগরিক তৈরী করা ।
০১৭২০-৮২৬২৮৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস